News & Announcement
বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড অর্জন করল লংকাবাংলার আইব্রোকার

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড অর্জন করল লংকাবাংলার আইব্রোকার

লংকাবাংলা সিকিউরিটিজের ফ্ল্যাগশিপ প্লাটফর্ম আইব্রোকার (iBroker) চতুর্থ বাংলাদেশ ফিনটেক সামিটের দ্বিতীয় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডে দ্বিতীয় হয়েছে। অনলাইনে পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত পরিষেবা যেমন বিও অ্যাকাউন্ট খোলা, ফান্ড ট্রান্সফার, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, আইপিও আবেদন, বিনিয়োগ সার্টিফিকেট ও আইব্রোকারের ট্রেডএক্সপ্রেস থেকে ডিএসই ও সিএসইতে সরাসরি রিয়েল টাইম ট্রেডিং সুবিধাসহ সব সেবা গ্রাহকদের হাতের মুঠোয় এনে দেয়ায় ‘‌ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার-ইনভেস্টমেন্ট’ ক্যাটাগরি-তে লংকাবাংলা আইব্রোকার প্লাটফর্মকে এ সম্মাননা দেয়া হয়। রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ অর্জনের জন্য লংকাবাংলা সিকিউরিটিজ সব নীতিনির্ধারক, অংশীজন ও গ্রাহকদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছে।