লংকাবাংলা সিকিউরিটিজের ট্রেডএক্সপ্রেস (ওএমস ) ডিএসই ট্রেডিং-এ নতুন দিগন্তের সূচনা করবে। বিশ্বমানের ও আধুনিক প্রযুক্তি-নির্ভর লংকাবাংলা সিকিউরিটিজের নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম, ট্রেডএক্সপ্রেস, এবার গ্রাহকদের সরাসরি লেনদেন করার সুযোগ করে দিচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। গত ২রা ডিসেম্বর ২০২১, পুঁজিবাজার নিয়ন্ত্ৰক সংস্থা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম লংকাবাংলা সিকিউরিটিজের ম্যানেজিং ডিরেক্টর, মোঃ নাসির উদ্দিন চৌধুরীর হাতে ট্রেডএক্সপ্রেস-এর মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই ) লেনদেন করার মানসনদ তুলে দেন এক অনাড়ম্বর অনুষ্ঠিকতার মধ্য দিয়ে। নিয়ন্ত্ৰক সংস্থা-বিএসইসি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ এর সকল কর্মকর্তাবৃন্দকে লংকাবাংলার পক্ষ থেকে আন্তরিক অভিবাদন । ট্রেডএক্সপ্রেস - লংকাবাংলা সিকিউরিটিজের নিজস্ব এই ওএমস সর্বপ্রথম ২০১৩ সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সরাসরি লেনদেনের মাধ্যম হিসেবে গ্রাহকদের হাতে তুলে দিয়েছিলো লংকাবাংলা, যাতে করে গ্রাহকরা নিজে নিজেই যে কোনো ডিভাইস (বিশেষ করে মুঠুফোন) দ্বারা, যে কোন স্থান থেকে ট্রেড করতে পারে। গত ৮ বছর ধরে ট্রেডএক্সপ্রেস চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের গ্রাহকদের কাছে হয়ে উঠেছে বেশ জনপ্রিয়। ব্যাপক গ্রাহক চাহিদা ও গ্রাহক সেবার কথা মাথায় রেখে, লংকাবাংলার এ সেবাটি চালু হতে যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। ট্রেডএক্সপ্রেস-এ লংকাবাংলার গ্রাহকরা একেই সাথে ডি এস ই এবং সি এস ই - উভয় স্টক এক্সচেঞ্জে সেরা দামে শেয়ার/মিউচুয়াল ফান্ড /বন্ড কেনাবেচা করতে পারবে খুব সহজেই শুধুমাত্র একবার লগ-ইন করেই। এছাড়াও আদেশ সংশোধন, বাজার পর্যবেক্ষণ, মার্কেট ম্যাপ ও টেকনিকাল চার্ট সহ পুঁজিবাজারের যাবতীয় সেবাসমূহ ক্লিক বা স্পর্শ করলেই এক মুহূর্তেই ভেসে উঠবে আপনাদের চোখের সামনে । বিশেষজ্ঞদের অভিমত: লংকাবাংলার এই নিজস্ব ওএমস দেশ ও দেশের বাহিরের সকল শ্ৰেণী পেশার মানুষকে ডিজিটালি দেশের পুঁজিবাজারের সাথে স্বয়ংক্রিয় পদ্বতিতে সংযুক্ত করবে। বাংলাদেশের পুঁজিবারের উন্নয়ন ও সম্প্রসারণে এটি একটি নতুন দিগন্ত উম্মোচন করবে। যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে পুঁজিবাজারের সকল সেবাসূমুহকে নিমিষেই গ্রাহকদের হাতের মুঠোয় পৌঁছে দিবে লংকাবাংলা ট্রেডএক্সপ্রেস।
LankaBangla Securities Limited (LBSL), a leading stock broker of Bangladesh, formally received ISO 9001:2015(QMS) certificate on Thursday after an independent assessment of the organisation's business and operational processes by the B-Advancy. Mohammed Nasir Uddin Chowdhury, managing director of LankaBangla Securities Limited received ISO 9001:2015 (QMS) certificate from Alamgir Hossain Milky, director at B-Advancy, reads a press release. With this certification, the services and operations of LBSL are standardised and can be accredited internationally and LBSL management and employees are also integrated to a common goal of providing service with the highest priority to customer satisfaction. "Being ISO 9001:2015(QMS) certified, standardised operations of LBSL will help secure the prolonged trust that our valued clients have on our employees and services over the years", says Mohammed Nasir Uddin Chowdhury, managing director at LankaBangla Securities Limited. Khandoker Saffat Reza, CEO and SAR Md Muinul Islam, CTO of LankaBangla Securities and high officials from B-Advancy & LBSL were also present at the certificate hand over ceremony.
বিনিয়োগকারীদের প্রযুক্তিনির্ভর বিশ্বমানের সেবা দিতে প্রথমবারের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালু করেছে লংকাবাংলা সিকিউরিটিজ। আজ সোমবার ট্রেড এক্সপ্রেস নামে এ ওএমএসটির উদ্বোধন করা হয়েছে। ট্রেড এক্সপ্রেস অ্যাপটির মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্বতিতে শেয়ার লেনদেন সুবিধাসহ সব ধরনের সেবা পৌঁছে যাবে গ্রাহকদের দোরগোড়ায়। ফলে এখন থেকে পুঁজিবাজারের লেনদেন পৌঁছে যাবে যেকোনো শ্রেণী-পেশার বিনিয়োগকারীর হাতের মুঠোয়। এ বিষয়ে লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার সাফাত রেজা বণিক বার্তাকে বলেন, চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে আমরা ২০১৩ সাল থেকেই ট্রেড এক্সপ্রেসের মাধ্যমে সেবা দিয়ে আসছি। এবার এটি ঢাকা স্টক এক্সচেঞ্জে চালু হল। ফলে এখন থেকে দুই স্টক এক্সচেঞ্জেই বিনিয়োগকারীরা এটি ব্যবহার করতে পারবেন। তিনি আরো বলেন, এ সেবা চালুর মাধ্যমে পুঁজিবাজার লেনদেন ডিজিটাইজেশন নতুন মাত্রা পেয়েছে। ফলে স্মার্টফোননির্ভর তরুণরাসহ বাজারে নতুন বিনিয়োগকারীর আগমণ ঘটবে এবং পুঁজিবাজারের লেনদেনও বাড়বে বলে আশা করছি।
LankaBangla Securities Ltd (LBSL) and Chartered Life Insurance Ltd have come up with the unique addition to the Bangladeshi investment genre. To this end, a memorandum of understanding (MoU) was signed on Saturday between the two companies to provide life insurance coverage with a Beneficiary Owners (BO) account while investing in the capital market, according to a statement. The life insurance policy for capital market investors is the first of its kind in Bangladesh, said the LBSL. An investor having a BO account with LankaBangla will be eligible to avail of the insurance coverage in case of death and permanent disability. The stock brokerage will cover the premium on behalf of the clients. After the pandemic, health care for the population has become a major concern. LBSL and Chartered Life have stepped forward to issue health cards for all the insured clients to get discounts at many listed hospitals and diagnostic centers for clients, including family members. This is going to be a merger of investment and life safety insurance policies, enabling the investors to run both aspects through one channel. This service will provide additional value to capital market investors. LBSL CEO Khandoker Saffat Reza and Chartered Life Insurance CEO S M Ziaul Hoque signed the MoU on behalf of the respective organisations in the presence of high officials from both organisations. Under this agreement, both organisations have also agreed to develop other insurance-linked similar capital market products to advance capital market growth in the future.
শিল্প-শিক্ষা সমন্বয় উদ্যোগের অংশ হিসেবে বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) শিক্ষার্থীদের জন্য একটি ডিজিটাল ফাইন্যান্সিয়াল ট্রেডিং ল্যাব স্থাপনে সহায়তা করবে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড (এলবিএসএল)। এর মাধ্যমে শিক্ষার্থীরা হাতেকলমে পুঁজিবাজারে বিনিয়োগের অভিজ্ঞতা লাভ করবেন। গতকাল এ বিষয়ে লংকাবাংলা সিকিউরিটিজ ও আইইউবির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইইউবির উপাচার্য অধ্যাপক ড. তানভীর হাসান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, অনুষদ সদস্য, এলবিএসএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খন্দকার সাফফাত রেজাসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইইউবির একাডেমিক কারিকুলাম ‘ইনভেস্টমেন্ট অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্টের অধীনে এ ডিজিটাল ফাইন্যান্সিয়াল ল্যাবটি পরিচালিত হবে। লংকাবাংলা শিক্ষার্থীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট খুলতে সব ধরনের সহায়তা দেবে। সব ধরনের ডিজিটাল প্লাটফর্ম ব্যবহারের সুযোগ দেয়ার পাশাপাশি একটি সৌজন্যমূলক প্রাথমিক তহবিলও দেবে লংকাবাংলা। জ্ঞানভিত্তিক বিনিয়োগকে উৎসাহিত করতে শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা ও আগ্রহ বাড়াতে এ উদ্যোগ নিয়েছে এলবিএসএল। অন্যদিকে নতুন প্রজন্মের ভবিষ্যৎ বিনিয়োগকারীদের শিখন প্রক্রিয়ার মাধ্যমে নির্দেশনা দেয়ার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে আইইউবি। লংকাবাংলা সিকিউরিটিজের চেয়ারম্যান মোহাম্মদ এ মঈন বলেন, জ্ঞানভিত্তিক বিনিয়োগের নতুন যুগের সূচনার পথপ্রদর্শক হতে চলেছি আমরা। এর মাধ্যমে পুঁজিবাজার ও দেশের জন্য সমৃদ্ধ আগামীর পথ উন্মোচিত হবে। লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নাসির উদ্দীন চৌধুরী বলেন, বিও অ্যাকাউন্ট খোলার জন্য সৌজন্যমূলক তহবিল দেয়ার পাশাপাশি আইব্রোকার, ট্রেড এক্সপ্রেস, ফাইন্যান্সিয়াল পোর্টালসহ আমাদের সব ধরনের ডিজিটাল প্লাটফর্ম বিনামূল্যে ব্যবহারের সুযোগ পাবেন আইইউবির শিক্ষার্থীরা। এর মাধ্যমে তারা দেশের দুই স্টক এক্সচেঞ্জে অনলাইনে লেনদেনের সুযোগ পাবেন। আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আব্দুল হাই সরকার এ ধরনের উদ্ভাবনী ল্যাব গঠনের জন্য লংকাবাংলাকে স্বাগত জানিয়ে বলেন, দেশে এটিই প্রথম ফাইন্যান্সিয়াল ট্রেডিং ল্যাব। নতুন এ অংশীদারত্ব আগামী প্রজন্মে শিল্প ব্যক্তিত্ব তৈরিতে সহায়তা করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) দুই স্টক এক্সচেঞ্জে এ লেনদেন সম্পন্ন লংকাবাংলা পরিবার। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র মতে, আলোচিত বন্ডের ক্রেতা লংকাবাংলা সিকিউরিটিজের লিমিটেড। আর এর বিক্রেতা হচ্ছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। পাঁচ বছর মেয়াদি বন্ডটির নাম TB5Y0125। বন্ডটি ১০৫ টাকা ১৯ পয়সা দরে কেনাবেচা হয়েছে। পুঁজিবাজারে পণ্য বৈচিত্র্য বাড়ানো ও বন্ড বাজারের উন্নয়নের লক্ষ্যে স্টক এক্সচেঞ্জে ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ডের লেনদেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল থেকে দেশের দুই স্টক এক্সচেঞ্জে ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়।
নতুন মাইলফলকে দেশের অন্যতম শীর্ষ ব্রোকারেজ প্রতিষ্ঠান লংকাবাংলা সিকিউরিটিজ। আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চালু হয়েছে নতুন অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি)। সকাল ১০টায় লেনদেনের উদ্বোধন করেছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। ‘স্টক ব্রোকার’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে লংকাবাংলা সিকিউরিটিজ। এর ট্রেডিং কোড ‘এলবিএসএল’ আর কোম্পানি কোড হবে ‘৫৯০০১’। গত বছরের ২৪ নভেম্বর কোম্পানিটি এটিবিতে তালিকাভুক্ত হয়েছে এটি । লংকাবাংলা সিকিউরিটিজ: তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। এ সাবসিডিয়ারি প্রতিষ্ঠানটির ৯২ দশমিক ৩১ শতাংশ শেয়ার রয়েছে তালিকাভুক্ত কোম্পানিটির কাছে। এরই মধ্যে লংকাবাংলা সিকিউরিটিজের ১০ দশমিক ৮৩ শতাংশ বা ২ কোটি ৬৯ লাখ ৩ হাজার ৩৩টি শেয়ার এটিবিতে ছাড়ার বিষয়ে অনুমোদন দিয়েছে মূল প্রতিষ্ঠানটির পর্ষদ। লংকাবাংলা সিকিউরিটিজের মোট শেয়ার রয়েছে ২৪ কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৩২৬। ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্সের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। বর্তমান পরিশোধিত মূলধন ৫৩৮ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪১৯ কোটি ৯৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৫৩ কোটি ৮৮ লাখ ৩৮ হাজার ৬২৩। এর মধ্যে ৩৩ দশমিক ৫৫ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২২ দশমিক ৪৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৬৬ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৪৩ দশমিক ৩২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ১৩০ কোটি ৫৮ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরে সমন্বিত নিট মুনাফা ছিল ৯৭ কোটি ৮৫ লাখ টাকা। এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির নিট মুনাফা বেড়েছে ৩২ কোটি ৭৩ লাখ টাকা বা ৩৩ দশমিক ৪৬ শতাংশ। আলোচ্য হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৮ পয়সা। যেখানে আগের হিসাব বছরে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৮১ পয়সা। এটিবি কী:‘ ব্যবসায় মূলধন প্রাপ্তি ও শেয়ারের মালিকানা পরিবর্তন সহজ করতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চালু করছে বিকল্প লেনদেন ব্যবস্থা বা অলটারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি)। ব্যবস্থাটি চালু হলে পুঁজিবাজারের বাইরে থাকা যেকোনো কোম্পানি এটিবিতে সরাসরি তালিকাভুক্ত হয়ে শেয়ার লেনদেন করতে পারবে। এর মাধ্যমে অতালিকাভুক্ত ও তালিকাচ্যুত সিকিউরিটিজসহ করপোরেট বন্ড, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, বেমেয়াদি মিউচুয়াল ফান্ড এটিবিতে তালিকাভুক্ত হতে পারবে। মূলত এখানে তালিকাভুক্তির মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে শেয়ার ও ইউনিট লেনদেন করার সুযোগ পাওয়া যাবে। এ প্লাটফর্মে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা লেনদেন করতে পারবেন। এটিবিতে লেনদেনের ক্ষেত্রে কোম্পানিগুলোর কোনো ন্যূনতম মূলধনি সীমা বেঁধে দেয়া হয়নি। যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে (আরজেএসসি) নিবন্ধিত যেকোনো অতালিকাভুক্ত কোম্পানি এ প্লাটফর্মে শেয়ার লেনদেনের সুযোগ পাবে। তবে এ প্লাটফর্মের মাধ্যমে মূলধন বাড়ানোর সুযোগ থাকবে না। এখানে লেনদেনের ক্ষেত্রে টি+২ নিষ্পত্তি হবে। বেমেয়াদি মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনার ক্ষেত্রে ঋণ সুবিধাও পাওয়া যাবে। এ প্লাটফর্মে তালিকাভুক্ত হলে কোম্পানিগুলোকে বছরে একবার মূল্যসংবেদনশীল তথ্য প্রকাশ করতে হবে। কী বলছে ডিএসই: ২০২২ সালের মে মাসে এক সংবাদ সম্মেলনে ডিএসই জানিয়েছিল এটিবিতে দেশের ৭৬টি বেমেয়াদি মিউচুয়াল ফান্ড, ১৮টি ইকুইটি সিকিউরিটিজ ও ১৫টি ডেট সিকিউরিটিজ তালিকাভুক্তির জন্য প্রস্তুত রয়েছে।
লংকাবাংলা সিকিউরিটিজের ফ্ল্যাগশিপ প্লাটফর্ম আইব্রোকার (iBroker) চতুর্থ বাংলাদেশ ফিনটেক সামিটের দ্বিতীয় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডে দ্বিতীয় হয়েছে। অনলাইনে পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত পরিষেবা যেমন বিও অ্যাকাউন্ট খোলা, ফান্ড ট্রান্সফার, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, আইপিও আবেদন, বিনিয়োগ সার্টিফিকেট ও আইব্রোকারের ট্রেডএক্সপ্রেস থেকে ডিএসই ও সিএসইতে সরাসরি রিয়েল টাইম ট্রেডিং সুবিধাসহ সব সেবা গ্রাহকদের হাতের মুঠোয় এনে দেয়ায় ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার-ইনভেস্টমেন্ট’ ক্যাটাগরি-তে লংকাবাংলা আইব্রোকার প্লাটফর্মকে এ সম্মাননা দেয়া হয়। রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ অর্জনের জন্য লংকাবাংলা সিকিউরিটিজ সব নীতিনির্ধারক, অংশীজন ও গ্রাহকদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছে।
"বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) কর্তৃক ৪ দিন ব্যাপী পুঁজিবাজার বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় বিআইসিএম কর্তৃক লংকাবাংলা সিকিউরিটিজের কর্মীদের পুঁজিবাজারের মৌলিক বিষয়বস্তু সম্পর্কে সার্বিক ধারণা প্রদান করা হয়। শুক্রবার (১২ জুলাই) সকালে এই কর্মশালার উদ্বোধন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট ড. মোহাম্মদ তারেক। এছাড়াও লংকাবাংলার চট্টগ্রামের আঞ্চলিক প্রধান, চিফ টেকনোলজি অফিসার, প্রশিক্ষক, কর্মচারীসহ অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জ্ঞানভিত্তিক পেশাদার রিলেশনশিপ ম্যানেজারের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সুচিন্তিভাবে বিনিয়োগের পরামর্শ প্রদান করাই হচ্ছে কর্মশালার প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানের প্রধান অতিথি বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ড. মোহাম্মদ তারেক বলেন, “মৌলিক এবং টেকনিক্যাল এনালাইসিস ব্যবহার করে জেনে বুঝে পুঁজিবাজারে বিনিয়োগের গুরুত্ব অপরিসীম। এর জন্য আমাদের প্রয়োজন দক্ষ রিলেশনশিপ ম্যানেজার। কারণ রিলেশনশিপ ম্যানেজাররাই বিনিয়োগকারীদের বিনিয়োগ সম্পর্কিত তথ্য এবং পরামর্শ দিয়ে সাহায্য করেন।” লংকাবাংলা সিকিউরিটিজের আঞ্চলিক প্রধান মোহাম্মদ আমির হোসাইন বলেন, “আমরা বিশ্বাস করি যে, একটি দক্ষ, স্বচ্ছ, প্রতিযোগিতামূলক এবং সমৃদ্ধ পুঁজিবাজার গঠনের লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তত্ত্বাবধানে বিআইসিএম ও লংকাবাংলা কর্তৃক আয়োজিত এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” লংকাবাংলা সিকিউরিটিজের চিফ টেকনোলজি অফিসার মো: এস.এ.আর মঈনুল ইসলাম বলেন, “লংকাবাংলার উন্মুক্ত প্লাটফর্ম ফিনান্সিয়াল পোর্টাল নতুন প্রজন্মকে তথ্যভিত্তিক ও পেশাদার বিনিয়োগকারী হিসেবে গড়ে তুলতে সাহায্য করছে।” কর্মশালায় পুঁজিবাজারের সমৃদ্ধির জন্য বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরার মাধ্যমে ১ম দিনের বিভিন্ন সেশন শুরু করা হয়।"
Twitter
LinkedIn
iBroker for Android
TradeXpress for Android
TradeXpress for iOS
DSEMobile for Android
Notice
LankaBangla Investments
LankaBangla Asset Management
LankaBangla Information System