ট্রেজারি বন্ডের লেনদেন সম্পন্ন করল লংকাবাংলা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) দুই স্টক এক্সচেঞ্জে এ লেনদেন সম্পন্ন লংকাবাংলা পরিবার। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র মতে, আলোচিত বন্ডের ক্রেতা লংকাবাংলা সিকিউরিটিজের লিমিটেড। আর এর বিক্রেতা হচ্ছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। পাঁচ বছর মেয়াদি বন্ডটির নাম TB5Y0125। বন্ডটি ১০৫ টাকা ১৯ পয়সা দরে কেনাবেচা হয়েছে। পুঁজিবাজারে পণ্য বৈচিত্র্য বাড়ানো ও বন্ড বাজারের উন্নয়নের লক্ষ্যে স্টক এক্সচেঞ্জে ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ডের লেনদেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল থেকে দেশের দুই স্টক এক্সচেঞ্জে ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়।
Twitter
LinkedIn
iBroker for Android
TradeXpress for Android
TradeXpress for iOS
DSEMobile for Android
Notice
LankaBangla Investments
LankaBangla Asset Management
LankaBangla Information System