বিনিয়োগকারীদের প্রযুক্তিনির্ভর বিশ্বমানের সেবা দিতে প্রথমবারের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালু করেছে লংকাবাংলা সিকিউরিটিজ। আজ সোমবার ট্রেড এক্সপ্রেস নামে এ ওএমএসটির উদ্বোধন করা হয়েছে। ট্রেড এক্সপ্রেস অ্যাপটির মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্বতিতে শেয়ার লেনদেন সুবিধাসহ সব ধরনের সেবা পৌঁছে যাবে গ্রাহকদের দোরগোড়ায়। ফলে এখন থেকে পুঁজিবাজারের লেনদেন পৌঁছে যাবে যেকোনো শ্রেণী-পেশার বিনিয়োগকারীর হাতের মুঠোয়। এ বিষয়ে লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার সাফাত রেজা বণিক বার্তাকে বলেন, চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে আমরা ২০১৩ সাল থেকেই ট্রেড এক্সপ্রেসের মাধ্যমে সেবা দিয়ে আসছি। এবার এটি ঢাকা স্টক এক্সচেঞ্জে চালু হল। ফলে এখন থেকে দুই স্টক এক্সচেঞ্জেই বিনিয়োগকারীরা এটি ব্যবহার করতে পারবেন। তিনি আরো বলেন, এ সেবা চালুর মাধ্যমে পুঁজিবাজার লেনদেন ডিজিটাইজেশন নতুন মাত্রা পেয়েছে। ফলে স্মার্টফোননির্ভর তরুণরাসহ বাজারে নতুন বিনিয়োগকারীর আগমণ ঘটবে এবং পুঁজিবাজারের লেনদেনও বাড়বে বলে আশা করছি।
Notices
ডিএসইতে সফলভাবে প্রথম ওএমএস চালু করল লংকাবাংলা সিকিউরিটিজ
Twitter
LinkedIn
iBroker for Android
TradeXpress for Android
TradeXpress for iOS
DSEMobile for Android
Notice
LankaBangla Investments
LankaBangla Asset Management
LankaBangla Information System