"বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) কর্তৃক ৪ দিন ব্যাপী পুঁজিবাজার বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় বিআইসিএম কর্তৃক লংকাবাংলা সিকিউরিটিজের কর্মীদের পুঁজিবাজারের মৌলিক বিষয়বস্তু সম্পর্কে সার্বিক ধারণা প্রদান করা হয়। শুক্রবার (১২ জুলাই) সকালে এই কর্মশালার উদ্বোধন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট ড. মোহাম্মদ তারেক। এছাড়াও লংকাবাংলার চট্টগ্রামের আঞ্চলিক প্রধান, চিফ টেকনোলজি অফিসার, প্রশিক্ষক, কর্মচারীসহ অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জ্ঞানভিত্তিক পেশাদার রিলেশনশিপ ম্যানেজারের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সুচিন্তিভাবে বিনিয়োগের পরামর্শ প্রদান করাই হচ্ছে কর্মশালার প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানের প্রধান অতিথি বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ড. মোহাম্মদ তারেক বলেন, “মৌলিক এবং টেকনিক্যাল এনালাইসিস ব্যবহার করে জেনে বুঝে পুঁজিবাজারে বিনিয়োগের গুরুত্ব অপরিসীম। এর জন্য আমাদের প্রয়োজন দক্ষ রিলেশনশিপ ম্যানেজার। কারণ রিলেশনশিপ ম্যানেজাররাই বিনিয়োগকারীদের বিনিয়োগ সম্পর্কিত তথ্য এবং পরামর্শ দিয়ে সাহায্য করেন।” লংকাবাংলা সিকিউরিটিজের আঞ্চলিক প্রধান মোহাম্মদ আমির হোসাইন বলেন, “আমরা বিশ্বাস করি যে, একটি দক্ষ, স্বচ্ছ, প্রতিযোগিতামূলক এবং সমৃদ্ধ পুঁজিবাজার গঠনের লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তত্ত্বাবধানে বিআইসিএম ও লংকাবাংলা কর্তৃক আয়োজিত এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” লংকাবাংলা সিকিউরিটিজের চিফ টেকনোলজি অফিসার মো: এস.এ.আর মঈনুল ইসলাম বলেন, “লংকাবাংলার উন্মুক্ত প্লাটফর্ম ফিনান্সিয়াল পোর্টাল নতুন প্রজন্মকে তথ্যভিত্তিক ও পেশাদার বিনিয়োগকারী হিসেবে গড়ে তুলতে সাহায্য করছে।” কর্মশালায় পুঁজিবাজারের সমৃদ্ধির জন্য বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরার মাধ্যমে ১ম দিনের বিভিন্ন সেশন শুরু করা হয়।"
Notices
লংকাবাংলা সিকিউরিটিজ কর্মীদের পুঁজিবাজার বিষয়ক প্রশিক্ষণ দিল বিআইসিএম
Twitter
LinkedIn
iBroker for Android
TradeXpress for Android
TradeXpress for iOS
DSEMobile for Android
Notice
LankaBangla Investments
LankaBangla Asset Management
LankaBangla Information System